বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ । Bangladesh Army Recruitment

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ঃ বাংলাদেশ সেনাবাহিনীতে ৬০তম বিএমএ স্পেশাল কোর্স- (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ ইএমই/এইসি) পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে বাংলাদেশ সকল জেলার লোক আবেদন করতে পারবে। আবেদনকারীকে বাংলাদেশ নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Bangladesh Army Recruitment 2024

পুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতাউচ্চতা
১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
 ওজন ওজন
৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড)
৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)

বুঝবুঝ
স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

৩।শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোরসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে

‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

(২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস্ এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি’তে ‘এ’ গ্রেড, ৩টিতে

১। বয়স। ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

(২) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

(২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস্ এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি’তে ‘এ’ গ্রেড, ৩টিতে

‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

(২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড।

(২) ইংরেজি/গণিত/পদার্থ/ইতিহাস/বাংলা/অর্থনীতি/আন্তর্জাতিক সম্পর্ক/মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(৩) স্ব স্ব বিষয় সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি’তে ‘বি’ গ্রেড, ১টিতে

‘সি’ গ্রেড, ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড।

(২) B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ । Bangladesh Army Recruitment

(ক) জাতীয় মাধ্যম। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।

(খ) ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ০৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি’তে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড ও ১টিতে ‘ডি’ গ্রেড।

(৩) এলএলএম/এমএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

ক। পুরুষ।

অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

খ। মহিলা। অবিবাহিতা/বিবাহিতা।

৫। জাতীয়তা। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার ফ্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৮।যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৯।প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅল্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅন্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।

১১। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদন করার পদ্ধতিঃ

১৩। আবেদনকারী প্রার্থীগণকে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শ্বে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।

১৪।আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket এর মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি এবং ১,০০০/- (এক হাজার) টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০/- (দুই হাজার) টাকা (অফেরৎযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।

আপনি কি চাকরি সার্কুলার খুঁজছেন। তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। কারণ আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির সার্কুলার প্রদান করা হয়। আমাদের সাইটটি হল একটি বিশ্বস্ত সাইট এখানে অনেক ভিজিটর আছে যারা প্রতিদিন ভিজিট করে থাকে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে ও ভিজিট করতে পারেন।

আমাদের ওয়েবসাইটে আপনারা সকল প্রকার সরকারি ও বেসরকারি চাকরি খবর পাবেন খুব সহজে এবং খুব দ্রুত সময়।

Leave a Comment